Posts

২৫ ডিসেম্বর ২০২২ ঘটে যাওয়া সংবাদ

Image
টুইটার ব্যবহারকারিদের জন্য নতুন এক আপডেট নিয়ে এল এলেন মার্ক।। এলন মার্কের এক টুইট বার্তয় জানানো হয় যে,  গ্রাহকরা এখন থেকে ৩০মিনিটের ভিডিও আপলোড দিতে পারবে। শুক্রবার ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ২ গিগাবাইট আকারের এই ভিডিও আপলোডের সুবিধা চালুর ঘোষণা দেয় টুইটার। তবে এলেন মার্ক আগে থেকেই বলেছীল টুইটারে একটা কিছু ভাল সুবিধা নিয়ে আসবে।।তারই প্রতিফলন ঘটল।।তাই এখন হতে গ্রাহকদের বর ভিডিও আপলোড দেওয়ার আর সমস্যা হবে না।। করোনা ভাইরাসের নতুন ধরন bf-7 অমিক্রনের চেয়েও চারগুন বেশী গতিতে সংক্রমিত হচ্ছে।। এদিকে চীন, জাপান,কোরিয়া, থাইল্যান্ডে ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বারতেছে।।অন্য দিকে ভারতে করোনার নতুন ধরন সনাক্ত হযেছে। আজ রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ–৫–এর নতুন ধরন বিএফ–৭ শনাক্ত হয়েছে। ধরনটি অমিক্রনের চেয়ে শক্তিশালী। কম সময়ে বেশি মানুষকে এই ধরন আক্রান্ত করতে পারে। যাঁরা টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নিতে হবে।অন্য দিকে ভারতে স্বাস্থ্য অধিদপ্তর নরে চরে বসেছে।।চীন সহ চার দেশের য...

নতুন করে চীন সহ চারটি দেশে বাড়ছে করোনা

Image
করোনা ভাইরাস।। নতুনকরে আবার চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড এই চার দেশে করোন বেড়েই চলছে।।মানুষ এখন আতংকে ছোটাছুটি করছে,অনেকে আবার দেশ ছেরে অন্য দেশ পারি জমাচ্ছে।। এদিকে চীনা সরকার করোনা পরিস্থিতিতে সামাল দিতে সেখানে লকডাউন ঘোসনা করে।কিন্ত চীনের জনগন লকডাউন অমান্য করে রাস্তায় নেমে পড়ে,যার ফলে করোনা  পরিস্থিতি কনট্রোল এর বাইরে চলে যায়।।এদিকে ওখানে ডেলি করোনা আক্রান্ত রোগী বারতেছে এবং মৃত্যুর সংখ্যা ও বারতেছে।এদিকে ভারতে আনন্দ বাজার পএিকা ওঠে এসেছ এক তথ্য, চীনে নাকি এপর্যন্ত  ১০কোটি করোনা আক্রান্ত।।  এমন পরিস্থিতি সামাল দিতে সেখানকার  মেয়র হিমসিম খাচ্ছে।।হাসপাতাল গুলিতে ভর্তি হচ্ছে রোগির সারি।।এদিকে চার দেশে হতে আসা যাএিদের ভারত বিমানবন্দরে pcr test করোনা টেস্ট করার নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় সরকার।।অন্য দিকে ভারতের সব জায়গায় করোনার আক্রান্ত হতে দূরে থাকার জন্য নেওয়া হচ্ছ বিশেষ সতর্কতা।।তবে পরিস্থিতি খারাপ হলে নেওয়া হতে পারে লকডাউনের মত সিদ্ধান্ত।।

dxn ইনকাম কি।। কিভাবে আসে??

Image
পৃথিবীতে income দুই ধরনের হয়। 1/ Active income 2/ passive income তত 1/ active income হচ্ছে কাজ করলে টাকা, আর কাজ না করলে টাকা নেই। তাহলে আপনি যতক্ষন কাজ করতে পারবেন, যতক্ষন সময় শ্রম দেবেন ততক্ষণ আপনার আয় আসবে। আপনি অসুস্থ, আপনি কাজ করতে পারছেন না, আপনার আয় শুন্য। আর অন্য দিগে..... 1/ passive income হচ্ছে কাজ না করলেও আয় আসবে। দেখুন তাহলে তা কিভাবে,,,তাহলো যেমন আপনি যদি একটা বাড়ি তৈরি করেন আর, সেখান থেকে আপনি অক্ষম অবস্থায় ও আয় পাবেন এবং আপনার ছেলে মেয়ে বা তাদের পরবর্তী জেনারেশন ও তা ভোগ করতে পারবে। কারন বাড়িটা একবার তৈরি করা লাগে আর সেখান থেকে বার বার আয় আসবে। ★জীবনের Active income করে করে তো পরিবার আর নিজের আনন্দ ফুর্তির্তে শেষ করে দিয়েছেন। passive income এর জন্য কি কোন রাস্তা তৈরী করেছেন? ভবিষ্যৎ বা পরবর্তী জেনারেশন এর জন্য?? ★ আপনি যদি আপনার জীবনের বাড়তি আয়ের উৎস তৈরি করতে পারেন নাই, এখনো কোন সুযোগ আসে নাই আপনার জীবনে,,,তবে আমি বলি **DXN ** হচ্ছে আপনার জীবনের সেই লক্ষ পুরণের হাতিয়ার। আপনি আপনার পরবর্তী জেনারেশন এর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন আমাদের সাথে এক হয়ে । তার জন্য আপনাকে বুঝ...

Benefitpay কেন হ্যাক হয়।হ্যাক হতে বাঁচতে কি করনীয়

Image
benefitpay হল বাহরাইনের একটি মোবাইল Banking platform এবং payments system এপস।।যেখানে আপনার বাহরাইনে একটি bank account আর একটি মোবাইল নাম্বার দিয়ে benefitpay এপসটি চালাতে পারবেন।। আপনি আমাদের দেশের বিকাশ,রকেট,নগত এর মত লেনদেন করতে পারবেন benefitpay এপসটি দিয়ে। (১) benefit হতে benefit ডিনার পাঠাতে পারবেন,একদম ফ্রী  (২) দেশের bank account টাকা পাঠানো যায় (৩) আপনি বাহরাইনে মোবাইলের বিল পে করতে পারবেন। (৪) আপনি patrol বিল দিতে পারবেন। কিন্ত বর্তমানে আপনার কিছু অসাবধানে benefitpay account টি হ্যাক হয়ে যেতে পারে  মানে আপনার Benefitpay  accounts হতে টাকা চলে যেতে পারে।।আপনার অজান্তেই।। তা কিভাবে নিবে।এক ধরনের প্রতারক চক্র আছে যারা বিভিন্ন কলা কৌশলে আপনার benefitpay account হতে হাতিয়ে নিবে টাকা এবং accounts শূন্য করে ফেলব তবে তারা কিভাবে এ কাজটি করে এবং আপনি কিভাবে বুজবেন আর সচেতন হবেন। (১) এরা আপনাকে ফোন করবে, Whatsapp, Viber, messenger, এবং আপনার মোবাইলে।বলবে আপনার cpr আপডেট করতে হবে,নাইলে আপনার accounts বন্ধ হয়ে যাবে,তার পর আপনার মোবাইলে একটা ৬সংখার পিন পাঠাবে এবং বলবে দেওয়ার জ...

এক কুয়েত প্রবাসীর দুঃখজনক মৃত্যুর গল্প

Image
 (নুরুল হুদা একজন কুয়েত প্রবাসী।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আমাদের নুরুল হুদা ভাই আর নেই স্বল্পকালীন ছুটিতে নুরুল হুদা দেশে গিয়ে অসুস্থতার কারণে ফিরতে পারেননি কর্মস্থল কুয়েতে। দেশে গিয়ে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার ও কিডনি সমস্যা। এদিকে নির্দিষ্ট সময় শেষে না ফেরায় বাতিল হয়ে যায় আকামা। অনেকদিন ক্যান্সার এর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল।।ওনি কুয়েতে খাইতান  এলাকায় একটি বাসার হাউস ড্রাইভার এর কাজ করতেন।।২০০৯ সালে আসেন কুয়েতে।২০২০ সালে ছুটিতে বাড়ি আসার পর ধরা পরে মরনব্যাধী ক্যান্সার আর ছিল কিডনির সমস্যা।।যখন ওনার ছুটি শেষ হয়। মালিক আকামা বাতিল করে, আর ওনি আসতে পারেনি।এদিকে বড় এক মেয়ে ও ছোট দুটি ছেলে রেখে যান।।এদিকে ওনার পরিবার, সংসারী ভরনপোষণ এবং ছেলে মেয়ের লেখা পড়ার খরচ চালাতে হিমসিম খাচ্ছে ওনার পরিবার।। ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন।।আর যদি কোনো সহৃদয় বান কেউ থাকেন, ওনার এই পরিস্থিতিতে সাহায্যের হাত বারিয়ে দিতে পারেন।।সকল প্রবাসীদের কাছ থেকে ওনার জন্য দোয়া রইল।।আল্লাহ  ওনাকে জান্নাতবাসী করুক।।দোয়া করি এমন ধরনের  সমস্যায় যাতে কোনো প্রবাসী ভাইদে...

Dxn কি?কেন করবেন?সফলতা কি?

Image
Dxn Dxn কি। dxn কেন করবেন।dxnএর পরিচিতি।এটি একটি মালয়েশিয়ান কম্পানি।যারা অনলাইনে আনলিমিটেড ইনকাম করতে চান কোনো রকম ইনভেস্ট ছারা, তাদের জন্য এটা একমাএ ঝুঁকি বিহীন ঝামেলা মুক্ত প্লাটফর্ম।। এটি করতে কি লাগবে🌐আপনার হাতে যদি একটি Smart ফোন থাকে, তাহলে হবে।এটি একটি ইনটারনেসনাল বিজনেস।।বিশ্বের যেকোনো দেশে বসে আপনি মাএ একটি আইডির মাধ্যমে বিজনেস পরিচালনা করতে পারবেন। আইডি কিভাবে করবেনঃআপনি যেদেশে থাকেন,সেখানে dxn অফিস আছে।সেখানে আপনি কারু sponsor এর মাধ্যম আইডি খোলতে পারবেন,আইডি খুলতে পয়সা লাগবেনা। 💲কিভাবে ইনকাম আসবেঃ dxn business এর শর্ত হল।আপনি তাদের পণ্য গুলা ব্যবহার করবে এবং আপনার কাছে যদি ভাল লাগে বা আপনার ওপকার হয়।।আপনার ভাল লাগার বিষয় গুলা অপর জনকে শেয়ার করবে, আর এর মাধ্যমে বিজনেসের আনলিমিটেড ইনকাম শুরু।।এদের পণ্য গুলা সব মাসরুর হতে তৈরী, এতে কোনো কালার কেমিক্যাল নেই,১০০ অর্গানিক, ন্যাচারেন।। 💰💰ইনকাম কিভাবে পাবঃ যারা আরব দেশে আছেন তারা এদের১০০ পয়েন্টের পণ্য কিনলে আপনারকে দেওয়া হবে ৬% বোনাস।।যখন আপনার পয়েন্ট ধীরে ধীরে বারবে তখন বোনাসের পরিমান বেরে ৬% হতে ৭১% পাবেন।।আর সেটা আপনার মোব...

আজকের খবর

Image
HF TV sambad সবার আগে Hf tv sambad  জানতে।।ডেলি চোখ রাখুন এই ওয়েব সাইডে।। সারাদিনের সব নতুন নতুন গরম খবর থাকবে এখানে।। Follow us  Facebook page youtube Twitter  Instagram