২৫ ডিসেম্বর ২০২২ ঘটে যাওয়া সংবাদ

টুইটার ব্যবহারকারিদের জন্য নতুন এক আপডেট নিয়ে এল এলেন মার্ক।। এলন মার্কের এক টুইট বার্তয় জানানো হয় যে, গ্রাহকরা এখন থেকে ৩০মিনিটের ভিডিও আপলোড দিতে পারবে। শুক্রবার ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ২ গিগাবাইট আকারের এই ভিডিও আপলোডের সুবিধা চালুর ঘোষণা দেয় টুইটার। তবে এলেন মার্ক আগে থেকেই বলেছীল টুইটারে একটা কিছু ভাল সুবিধা নিয়ে আসবে।।তারই প্রতিফলন ঘটল।।তাই এখন হতে গ্রাহকদের বর ভিডিও আপলোড দেওয়ার আর সমস্যা হবে না।। করোনা ভাইরাসের নতুন ধরন bf-7 অমিক্রনের চেয়েও চারগুন বেশী গতিতে সংক্রমিত হচ্ছে।। এদিকে চীন, জাপান,কোরিয়া, থাইল্যান্ডে ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বারতেছে।।অন্য দিকে ভারতে করোনার নতুন ধরন সনাক্ত হযেছে। আজ রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ–৫–এর নতুন ধরন বিএফ–৭ শনাক্ত হয়েছে। ধরনটি অমিক্রনের চেয়ে শক্তিশালী। কম সময়ে বেশি মানুষকে এই ধরন আক্রান্ত করতে পারে। যাঁরা টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নিতে হবে।অন্য দিকে ভারতে স্বাস্থ্য অধিদপ্তর নরে চরে বসেছে।।চীন সহ চার দেশের য...