dxn ইনকাম কি।। কিভাবে আসে??
পৃথিবীতে income দুই ধরনের হয়।
1/ Active income
2/ passive income তত
1/ active income হচ্ছে কাজ করলে টাকা, আর কাজ না করলে টাকা নেই। তাহলে আপনি যতক্ষন কাজ করতে পারবেন, যতক্ষন সময় শ্রম দেবেন ততক্ষণ আপনার আয় আসবে। আপনি অসুস্থ, আপনি কাজ করতে পারছেন না, আপনার আয় শুন্য। আর অন্য দিগে.....
1/ passive income হচ্ছে কাজ না করলেও আয় আসবে। দেখুন তাহলে তা কিভাবে,,,তাহলো যেমন আপনি যদি একটা বাড়ি তৈরি করেন আর, সেখান থেকে আপনি অক্ষম অবস্থায় ও আয় পাবেন এবং আপনার ছেলে মেয়ে বা তাদের পরবর্তী জেনারেশন ও তা ভোগ করতে পারবে। কারন বাড়িটা একবার তৈরি করা লাগে আর সেখান থেকে বার বার আয় আসবে।
★জীবনের Active income করে করে তো পরিবার আর নিজের আনন্দ ফুর্তির্তে শেষ করে দিয়েছেন। passive income এর জন্য কি কোন রাস্তা তৈরী করেছেন? ভবিষ্যৎ বা পরবর্তী জেনারেশন এর জন্য??
★ আপনি যদি আপনার জীবনের বাড়তি আয়ের উৎস তৈরি করতে পারেন নাই, এখনো কোন সুযোগ আসে নাই আপনার জীবনে,,,তবে আমি বলি **DXN ** হচ্ছে আপনার জীবনের সেই লক্ষ পুরণের হাতিয়ার। আপনি আপনার পরবর্তী জেনারেশন এর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন আমাদের সাথে এক হয়ে ।
তার জন্য আপনাকে বুঝতে হবে নেট ওয়ার্কিং কি? কেন করবেন? একা কেউ বড় হতে পারে না। নেটওয়ার্কি মানে একই কাজ সকলে মিলে মিশে দলগত ভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ টি সম্পন্ন করা।।
আর দলগত ভাবে মিলেমিশে কাজ করলে সময় ও পরিশ্রম কম হয়। সফল হবেন। তবে হেরে গেলে হতাশ হওয়ার কিছু নেই ।
কথায় আছে দশে মিলে করি কাজ হারজিত নাহি লাজ।
একটি কাজ করতে ১ জন ব্যাক্তির ১০ দিন, সময় লাগে কিন্তু ঐ কাজ টি যদি ১০ জন ব্যাক্তি একত্রে করে, তাহলে সময় লাগবে ১ দিন। পরিশ্রম ও কম হবে।
আপনি সবসময় সফল ব্যাক্তি কে ফলো করবেন, সবসময় সফলতার গল্প শুনবেন।।সফল ব্যাক্তি
কিভাবে সফল হয়েছেন।??
কেউ একজন কোথাও না কোথাও, কোন এক জায়গায়, হয়তো অন্য কোন প্রান্তে আপনার জন্য ফান্ড নিয়ে, আইডিয়া নিয়ে কিংবা বিশাল ক্রেতা হিসাবে অপেক্ষা করছে...।
তাঁকে খুঁজে বের করার নিরন্তর সব প্রচেষ্টার নাম নেটওয়ার্কিং।
হয়তো বা এই গ্রুপের কেউ একজন বা তাদের কোন আত্মীয় বা বন্ধু, হয়তো আপনার পাশে চেয়ারের কেউ যার সাথে বাসে, ট্রেনে, প্লেনে বা হেঁটে যেতে আপনি লজ্জায়, ভয়ে বা সংকোচে কথা বলেন নি।
হয়তো বা ৮৯ জনের সাথে কথা বলেছেন কিন্তু হতাশ হয়ে বা পাত্তা না পেয়ে ৯০ তম জনের দিকে ফিরে তাকান নি।
অথচ ঐ ৯০ তম জনই হয়তো বা হতে পারে আপনার টারনিং পয়েন্ট, যাকে আপনার দরকার ছিল। সেও হয়তো আপনাকেই খুঁজছিল। তবে সম্পর্ক গুলুকে গেঁথে রাখতে হবে সততা ও বুদ্ধিমত্তা দিয়ে, উইন উইন বজায় রেখে। ওটাই হবে আপনাকে মনে রাখার কারণ।
কেউ একজন অপেক্ষা করছে আপনার জন্য... খুঁজতে হবে প্রতিনিয়ত এবং যুক্ত করতে হবে হাজারো মানুষকে এই বন্ধনে।
তবে এই বন্ধনের ভিত্তি হতে হবে সততা ও বিশ্বস্ততার। সম্পর্ক যদি অসাধারণ হয়, যে কোন কাজ সহজ হয়ে যায়।।তাই আপনি যদি dxn নিয়ে মনোযোগ দিয়ে কাজ করেন
এবং বিজনেসটা চালিয়ে যান তাহলে একদিন না একদিন সফলতার মুখ দেখবেন।।তখন শুদু কাজ না করে বসে বসে ইনকাম নিবেন।।
Comments
Post a Comment