এক কুয়েত প্রবাসীর দুঃখজনক মৃত্যুর গল্প
আমাদের নুরুল হুদা ভাই আর নেই
স্বল্পকালীন ছুটিতে নুরুল হুদা দেশে গিয়ে অসুস্থতার কারণে ফিরতে পারেননি কর্মস্থল কুয়েতে। দেশে গিয়ে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার ও কিডনি সমস্যা। এদিকে নির্দিষ্ট সময় শেষে না ফেরায় বাতিল হয়ে যায় আকামা।
অনেকদিন ক্যান্সার এর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল।।ওনি কুয়েতে খাইতান
এলাকায় একটি বাসার হাউস ড্রাইভার এর কাজ করতেন।।২০০৯ সালে আসেন কুয়েতে।২০২০ সালে
ছুটিতে বাড়ি আসার পর ধরা পরে মরনব্যাধী ক্যান্সার
আর ছিল কিডনির সমস্যা।।যখন ওনার ছুটি শেষ হয়।
মালিক আকামা বাতিল করে, আর ওনি আসতে পারেনি।এদিকে বড় এক মেয়ে ও ছোট দুটি ছেলে রেখে
যান।।এদিকে ওনার পরিবার, সংসারী ভরনপোষণ এবং ছেলে মেয়ের লেখা পড়ার খরচ চালাতে হিমসিম খাচ্ছে
ওনার পরিবার।। ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন।।আর যদি কোনো সহৃদয় বান কেউ থাকেন, ওনার এই
পরিস্থিতিতে সাহায্যের হাত বারিয়ে দিতে পারেন।।সকল
প্রবাসীদের কাছ থেকে ওনার জন্য দোয়া রইল।।আল্লাহ
ওনাকে জান্নাতবাসী করুক।।দোয়া করি এমন ধরনের
সমস্যায় যাতে কোনো প্রবাসী ভাইদের না পড়তে হয়।।
নিউজটি বেশী বেশী শেয়ার করবেন
↗️সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইল➡️
প্রবাসী নুরুল হুদা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা
এমনটাই বলেছিলেন কুয়েত প্রবাসী মরহুম নুরুল হুদা ভাই😭
আমিন
ReplyDelete