২৫ ডিসেম্বর ২০২২ ঘটে যাওয়া সংবাদ





টুইটার ব্যবহারকারিদের জন্য নতুন এক আপডেট নিয়ে এল এলেন মার্ক।। এলন মার্কের এক টুইট বার্তয় জানানো হয় যে, 
গ্রাহকরা এখন থেকে ৩০মিনিটের ভিডিও আপলোড দিতে পারবে।শুক্রবার ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ২ গিগাবাইট আকারের এই ভিডিও আপলোডের সুবিধা চালুর ঘোষণা দেয় টুইটার। তবে এলেন মার্ক আগে থেকেই বলেছীল
টুইটারে একটা কিছু ভাল সুবিধা নিয়ে আসবে।।তারই প্রতিফলন ঘটল।।তাই এখন হতে গ্রাহকদের বর ভিডিও আপলোড দেওয়ার আর সমস্যা হবে না।।


করোনা ভাইরাসের নতুন ধরন bf-7
অমিক্রনের
চেয়েও চারগুন বেশী গতিতে সংক্রমিত হচ্ছে।। এদিকে চীন, জাপান,কোরিয়া, থাইল্যান্ডে ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বারতেছে।।অন্য দিকে ভারতে করোনার নতুন ধরন সনাক্ত হযেছে।
আজ রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ–৫–এর নতুন ধরন বিএফ–৭ শনাক্ত হয়েছে। ধরনটি অমিক্রনের চেয়ে শক্তিশালী। কম সময়ে বেশি মানুষকে এই ধরন আক্রান্ত করতে পারে। যাঁরা টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নিতে হবে।অন্য দিকে ভারতে স্বাস্থ্য অধিদপ্তর নরে চরে বসেছে।।চীন সহ চার দেশের যাএিদের বিমানবন্দরে pcr করোনা টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।।


কাতার বিশ্বকাপে ব্রাজিল হারার পর,কোচের পদ হতে পদত্যাগ করেছে কোচ তিতে।কোচ সপরিবার নিয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপে। কিন্তুু
দুঃখের বিষয়, ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ভারাক্রান্ত মন নিয়ে খালি হাতে ফিরে আসতে হলে দেশে।।দেশে পরতে হল জনসাধারণের রোষানলে।। পেতে হল অনেক জন রোষে।।এদিকে
নিজের দেশে পড়েছেন ছিনতাইকারীর কবলে। ছিনতাইকারী তাঁর গলার চেইন তো ছিঁড়ে নিয়েছেই, যাওয়ার আগে নাকি বিশ্বকাপ–ব্যর্থতার জন্য তিরস্কারও করে গেছে।

বোম্বাই এর এক মেকাব রোমের ভেতর হতে
ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রী তনিশা শর্মার লাশ।।২০ বছর বয়সের এ অভিনেত্রী মৃত্যুর চার ঘন্টা আগে অনলাইনে সোরগোল ছিল
।পাচ দিন আগেও তুনিশা শর্মা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘জীবনের প্রতিটা মুহূর্তে খুশি থাকুন।’ সদা প্রাণচাঞ্চলে ভরপুর কুড়ি বছরের সেই মেয়ের মনেই যে ছাইচাপা আগুনের মতো বিষণ্নতা লুকিয়ে ছিল, তা কে জানত।তবে সে কি
জানত এভাবেই তার মৃত্যু হবে।।এদিকে বোম্বই পুলিশ  তদন্ত শুরু করেছে ু মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য।। 






Comments

Popular posts from this blog

এক কুয়েত প্রবাসীর দুঃখজনক মৃত্যুর গল্প

আজকের খবর