Benefitpay কেন হ্যাক হয়।হ্যাক হতে বাঁচতে কি করনীয়

benefitpay হল বাহরাইনের একটি মোবাইল Banking platform এবং payments system এপস।।যেখানে আপনার বাহরাইনে একটি bank account আর একটি মোবাইল নাম্বার দিয়ে benefitpay এপসটি চালাতে পারবেন।।
আপনি আমাদের দেশের বিকাশ,রকেট,নগত এর মত লেনদেন করতে পারবেন benefitpay এপসটি দিয়ে।
(১) benefit হতে benefit ডিনার পাঠাতে পারবেন,একদম ফ্রী 
(২) দেশের bank account টাকা পাঠানো যায়
(৩) আপনি বাহরাইনে মোবাইলের বিল পে করতে পারবেন।
(৪) আপনি patrol বিল দিতে পারবেন।
কিন্ত বর্তমানে আপনার কিছু অসাবধানে benefitpay account টি হ্যাক হয়ে যেতে পারে 
মানে আপনার Benefitpay  accounts হতে টাকা চলে যেতে পারে।।আপনার অজান্তেই।। তা কিভাবে নিবে।এক ধরনের প্রতারক চক্র আছে যারা বিভিন্ন কলা কৌশলে আপনার benefitpay account হতে হাতিয়ে নিবে টাকা এবং accounts শূন্য করে ফেলব
তবে তারা কিভাবে এ কাজটি করে
এবং আপনি কিভাবে বুজবেন
আর সচেতন হবেন।
(১) এরা আপনাকে ফোন করবে, Whatsapp, Viber, messenger, এবং আপনার মোবাইলে।বলবে আপনার cpr আপডেট করতে হবে,নাইলে আপনার accounts বন্ধ হয়ে যাবে,তার পর আপনার মোবাইলে একটা ৬সংখার পিন পাঠাবে এবং বলবে দেওয়ার জন্য।। যখন আপনি দিয়ে দিবেন সাথে সাথে আপনার accounts নিয়ন্ত্রণ নিয়ে নিবে,আর কিছু ইনফরমেশন এরা চাইবে।
তা দিলে সাথে সাতে আপনার একাউন্টি ফাঁকা হয়ে যাবে।।
(২)আপনার মোবাইলে এরা একটি লিংক পাঠাবে।এটাতে আপনি ক্লিক করলেই একাউন্ট হ্যাক হয়ে যাবে।
(৩)  আপনার ফোনে মেইল পাঠিয়ে, একাউন্টি হ্যাক করতে পারে।।
🔊কিভাবে সচেতন হবেন।।
একটা কথা মনে রাখুন, benefitpay কম্পানি বা ব্যাংক
আপনাকে কখনো ফোন দিবেনা,কেবল আপনার কোনো সমস্যা হলে ব্যাংকে যোগাযোগ করতে হবে। 
(১) মোবালেই আসা ওটপি বা পাসওয়াট এবং benefitpay পিনকোড কাউকে দিবেন না।
(২) মোবাইলে আসা কোনো লিংকে ক্লিক করবেন না।।
(৩)অচেনা  কোনো ইমেইল লিংকে ওপেন করবেন না।
(৪) অচেনা কোনো ওয়েবসাইট ভিজিট করবেন না।।
(৫) আপনার মোবাইল ভাইরাস আছে কিনা চেক করবেন।।
(৬) আপনার কার্ড নাম্বর, পিনকেড,cpr কোনো ইনফরমেশন দিবেন না।
 (৭) পরিশেষে কিছু না বুজে ঝুঁকি নিবেন না।।প্রয়োজনে অন্যের সাহায্য নিন।।
আপনার একাউন্ট আপনার কাছে আমানত।
এই নিউজ টি সকল প্রবাসী ভাইদের মাঝে শেয়ার করে ূ
দিন।।আপনার একটি শেয়ারের জন্য বেঁচে যেতে পারে 
তাদের একাউন্ট টি।।

Comments

Post a Comment

Popular posts from this blog

এক কুয়েত প্রবাসীর দুঃখজনক মৃত্যুর গল্প

আজকের খবর

২৫ ডিসেম্বর ২০২২ ঘটে যাওয়া সংবাদ