নতুন করে চীন সহ চারটি দেশে বাড়ছে করোনা


করোনা ভাইরাস।। নতুনকরে আবার চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড এই চার দেশে করোন বেড়েই চলছে।।মানুষ এখন আতংকে ছোটাছুটি করছে,অনেকে আবার দেশ ছেরে অন্য দেশ পারি জমাচ্ছে।। এদিকে চীনা সরকার করোনা পরিস্থিতিতে সামাল দিতে সেখানে লকডাউন ঘোসনা করে।কিন্ত চীনের জনগন লকডাউন অমান্য করে রাস্তায় নেমে পড়ে,যার ফলে করোনা




 পরিস্থিতি কনট্রোল এর বাইরে চলে যায়।।এদিকে ওখানে ডেলি করোনা আক্রান্ত রোগী বারতেছে এবং মৃত্যুর সংখ্যা ও বারতেছে।এদিকে ভারতে আনন্দ বাজার পএিকা ওঠে এসেছ এক তথ্য, চীনে নাকি এপর্যন্ত

 ১০কোটি করোনা আক্রান্ত।। 
এমন পরিস্থিতি সামাল দিতে সেখানকার 
মেয়র হিমসিম খাচ্ছে।।হাসপাতাল গুলিতে ভর্তি হচ্ছে রোগির সারি।।এদিকে চার দেশে হতে আসা যাএিদের ভারত বিমানবন্দরে pcr test করোনা টেস্ট করার নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় সরকার।।অন্য দিকে ভারতের সব জায়গায় করোনার আক্রান্ত হতে দূরে থাকার জন্য নেওয়া হচ্ছ বিশেষ সতর্কতা।।তবে পরিস্থিতি খারাপ হলে নেওয়া হতে পারে লকডাউনের মত সিদ্ধান্ত।।

Comments

Post a Comment

Popular posts from this blog

এক কুয়েত প্রবাসীর দুঃখজনক মৃত্যুর গল্প

আজকের খবর

২৫ ডিসেম্বর ২০২২ ঘটে যাওয়া সংবাদ